

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর রায়পুরায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে ইমন মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চার ঘণ্টা নিখোঁজ থাকার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পলাশতলী ইউনিয়নের মল্লিকপুর এলাকায় মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইমন মিয়া বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ গ্রামের গোলাপ মিয়ার ছেলে। তিনি গাউছিয়ার একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে স্ত্রী কারিমা ও এক আত্মীয়কে সঙ্গে নিয়ে মল্লিকপুর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামেন ইমন। এ সময় নদীর গভীর পানিতে নেমে তিনি হঠাৎ তলিয়ে যান। স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ থাকেন ইমন।
খবর পেয়ে বিকেল ৫টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চার ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে ইমনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ফুফাতো ভাই রবিন মিয়া জানান, দেড় বছর আগে রায়পুরার মল্লিকপুর গ্রামের মান্নান সরকারের মেয়ে কারিমাকে বিয়ে করেন ইমন। শুক্রবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।
“ইমনকে হারিয়ে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি। মরদেহ গ্রামের বাড়ি রাজারবাগে নিয়ে যাওয়া হবে এবং জানাজা শেষে দাফন করা হবে,” বলেন রবিন।
পলাশতলী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক মোল্লা বলেন, “গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে যায় ইমন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।”
মন্তব্য করুন