

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহাডাঙ্গা এলাকায় টানা তীব্র বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় প্রায় ৪০টি পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। হঠাৎ বৃষ্টির পানিতে ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়ে পড়লে স্থানীয়দের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে।
এ অবস্থায় জননেতা নূরুল ইসলাম বুলবুল ভাইয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে মহাডাঙ্গা এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তাঁর প্রতিনিধি দল।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং আশ্বাস দেন যে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে।
মানবিক এই উদ্যোগে স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিপদের সময় এ ধরনের সহায়তা তাদের মনোবল বাড়িয় দেন।
মন্তব্য করুন