

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের, ৪নং ওয়ার্ডের বারআউলিয়া, বক্তার পাড়া শেখ ফাজিল (রঃ) জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ফোরকান সাহেবকে ১৪ বছর ইমামতি করার পর ফুলে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় জানালেন মুসল্লি ও এলাকাবাসীরা।
রবিবার(২ নভেম্বর ২৫)বাদে আছরের নামাজের সময় বক্তার পাড়া শেখ ফাজিল (রঃ) জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
জানা যায়,দীর্ঘ ১৪ বছর,শেখ ফাজিল (রঃ) জামে মসজিদে সুনামের সাথে ইমামতি করে আসছেন। আজ আছরের নামাজের পর মসজিদ প্রাঙ্গণ থেকে এক আবেগঘন বিদায় আয়োজনের মধ্য দিয়ে শেষ কর্মদিবস পালন করেন মাওলানা মোহাম্মদ ফোরকান সাহেব।
মুসুল্লিরা প্রিয় ইমামকে ফুল মালা দিয়ে শুভেচ্ছা জানায় এবং মসজিদ কমিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে স্থানীয়দের উপস্থিতিতে,ফুলের সাজানো ঘোড়ার গাড়িতে চড়ে মসজিদ থেকে তাঁর বাড়ির পথে রওনা হন তিনি।
এসময় ইমামতি জীবনের অবসান-মুসল্লী ও গ্রামবাসীর চোখে জলে প্রিয় ইমামকে বিদায় জানাতে মসজিদের চত্বরে ভিড় জমেছে। আবেগজড়িত কণ্ঠে ইমাম মাওলানা মোহাম্মদ ফোরকান সাহেব বলেন, জীবনের বড় একটি অংশ এ মসজিদে আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে।
আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।
বক্তার পাড়া শেখ ফাজিল (রঃ) জামে মসজিদ কমিটির সভাপতি বলেন, এমন বিদায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। ইমামের পরবর্তী জীবন ভালো কাটুক এ কামনা করি।
মন্তব্য করুন