সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
চাঁদপুরে ৩ মাদক কারবারি গ্রেপ্তার
expand
চাঁদপুরে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর সদর ও হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ সোহাগ হোসেন (২৭), অজিদা আক্তার (২৫) ও শাহ আলম (৪০) নামে তিন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকালে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সদর উপজেলার ডাকিরগাঁও এলাকা থেকে মাদক কারবারি সোহাগ ও অজিদাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৯ পিস ইয়াবা ট্যাবলেট।

অপরদিকে হাজীগঞ্জ উপজেলার রান্ধুনিমোড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি শাহ আলমকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ গ্রাম গাঁজা।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহনের জন্য স্ব স্ব থানায় হাস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন