সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্বেচ্ছায় রক্ত ও মরণোত্তর চক্ষুদান দিবসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি 
expand
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি 

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে চেতনায় মুক্তি, লক্ষ্যে মানবতা এই স্লোগানকে সামনে রেখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কর্মসূচি করেছে ভালুকা হেল্পলাইন।

শনিবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ভালুকা হেল্পলাইন আয়োজনে ও আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, রক্তের গ্রুপ না জানার কারণে অনেক সময়ে বিপাকে পড়তে হয়। এমন উদ্যোগ তাদের সচেতন করেছে এবং রক্তদানের প্রতি আগ্রহী করেছে।

নারী এক শিক্ষার্থী জানান, আজই প্রথম জানলাম আমার রক্তের গ্রুপ। সুযোগ পেলে রক্তদান করব এটা এখন আমার দায়িত্ব মনে হচ্ছে।

ভালুকা হেল্পলাইন প্রতিষ্ঠাতা মো. ইমন তালুকদার সাগর জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো মানুষকে রক্তদান সম্পর্কে সচেতন করা এবং প্রত্যেকের নিজ নিজ রক্তের গ্রুপ জানা নিশ্চিত করা। ভালুকা হেল্পলাইন সবসময় কাজ করে যাচ্ছে মানবতার সেবায়।

তিনি আরও জানান, ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের উপকারিতা, জরুরি সময়ে রক্তদাতার প্রয়োজনীয়তা এবং রক্তদানের নির্ধারিত সময়কাল সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন কর্মসূচি চালিয়ে যাব। আমাদের লক্ষ্য প্রতিটি শিক্ষপ্রতিষ্ঠানে রক্তদাতা নেটওয়ার্ক তৈরি করা এবং জরুরি রক্ত সংকট কমিয়ে আনা।

কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় ও ভালুকা হেল্পলাইনের সংগঠনের নেতৃবৃন্দসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন