রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণ, আহত ১

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম
বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণ
expand
বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণ

বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামের অলেদা বাজার এলাকায় একটি বসতবাড়ির ভেতরে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে আতাউর রহমান সেলিম (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (২ নভেম্বর) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে। বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তার হোসেনের স্ত্রী নাসিমা বেগমের (৪৫) বসতঘরে গোপনে ককটেল তৈরির কাজ চলছিল বলে অভিযোগ রয়েছে। হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রশাদের চর এলাকার বাসিন্দা বাদশার ছেলে আতাউর রহমান সেলিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম জানান, বিস্ফোরণের পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে আহত সেলিমকে গ্রেফতার দেখায়। তিনি আরও জানান, ঘটনার সময় বাড়িতে আরও দুইজন উপস্থিত ছিলেন, তবে তারা পালিয়ে গেছেন এবং তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ওসি বলেন, “বিস্ফোরণের ঘটনায় ব্যবহৃত ঘরটি সিলগালা করা হয়েছে। বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে এসে নিরাপত্তা নিশ্চিত করবে। ককটেল তৈরির উদ্দেশ্য কী ছিল, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।”

ঘটনার পর এলাকাজুড়ে চরম আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন