

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের জিয়ানগর উপজেলায় সরকারি পুলের ভীম বিক্রির সময় দু’জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাগোলেরহাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২নং পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি (জেপি) আহ্বায়ক মোঃ শাহীন হাওলাদারের বাড়ি থেকে ভ্যানযোগে দুটি ভীম মোড়েলগঞ্জের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। ভ্যানটি বাগোলেরহাট বাজারে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হলে তারা ভ্যানসহ মালামাল আটক করে থানায় খবর দেয়।
খবর পেয়ে ইন্দুরকানী থানার এসআই শাহিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরকারি মালামালসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন মোড়েলগঞ্জ উপজেলার মিত্রডাঙ্গা গ্রামের মৃত্যু মোন্তাজ উদ্দিন শেখের ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী আতিয়ার শেখ ও একই গ্রামের আইউব আলীর ছেলে ভ্যানচালক সাজু।
ভ্যানচালক মো. সাজু বলেন,“আমাদের গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী আতিয়ারের নির্দেশে আমি এই মালামাল আনতে আসি।”
অপরদিকে ভাঙ্গারী ব্যবসায়ী আতিয়ার শেখ বলেন, “পত্তাশী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদারের চাচাতো ভাই সোহেল হাওলাদার আমাকে ফোন করে জানায়, সরকারি পুলের ভীম বিক্রির জন্য রয়েছে। পরে ৩৬ টাকা কেজি দরে আমি ভীমগুলো ক্রয় করি। আগেও সোহেল কয়েকবার এ ধরনের মালামাল আমার কাছে বিক্রি করেছে। এজন্য আমি বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা পাঠাই।”
স্থানীয় বাসিন্দা পিয়াল হোসেন বলেন, “ভ্যানচালক বাজারে এলে আমাদের সন্দেহ হয়। জিজ্ঞাসা করলে সে জানায় মালামাল চেয়ারম্যানের বাড়ি থেকে এনেছে। তখন আমরা ভ্যানসহ আটক করি এবং ক্রেতা আতিয়ারকে খবর দিই। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।”
অভিযুক্ত সোহেল হাওলাদার বলেন, “ভীম বিক্রির বিষয়ে আমি কিছুই জানি না। চেয়ারম্যান বর্তমানে এলাকায় নেই, বিষয়টি তাকে জানানো হয়েছে।”
জিয়ানগর থানার ওসি (তদন্ত) মোস্তফা জাফর জানান, “সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে পুলিশ বাদী হয়ে দুইজনের নামে মামলা দায়ের করেছে। আটককৃত আতিয়ারের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে।”
মন্তব্য করুন