রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রচারণায় মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
কুষ্টিয়ায়  ধানের শীষের প্রচারণায় মিছিল। ছবি: এনপিবি
expand
কুষ্টিয়ায় ধানের শীষের প্রচারণায় মিছিল। ছবি: এনপিবি

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ও ধানের শীষের প্রচারণায় কুষ্টিয়া শহরে মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা।

রোববার (০২ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে পৌরসভা চত্বর থেকে শহরে মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।

এর আগে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সেখানে জড়ো হন।

মিছিল ও সমাবেশে সাবেক এমপি সোহরাবের উপর আস্থা রেখে তাকে মনোনয়নের জন্য বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার ,সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রেজা ফাহিম, জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন