

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অন্যায় বিচার ও চাঁদাবাজির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নান্দাইল উপজেলা শাখার সাবেক সভাপতি মিনহাজুল হক উসমানি সংগঠনের সব দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
তিনি অভিযোগ করেন, উপজেলা জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী তার বাবার সঙ্গে অন্যায় আচরণ ও চাদাবাজির ঘটনা ঘটিয়েছেন।
এ বিষয়ে জেলা ও উপজেলা জামায়াত এবং শিবিরের কিছু দায়িত্বশীল নেতা পক্ষপাতমূলক আচরণ করেছেন বলেও দাবি করেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ছাত্রশিবিরের সব দায়িত্ব থেকে পদত্যাগ করছি। মহান রব সবাইকে সঠিক বোধ দান করুন, আমিন।”
তিনি আরও বলেন, “কোনো কাগজপত্র বা সাক্ষ্য ছাড়াই শুধু মুখ দেখে বিচার করা হচ্ছে—এ যেন এক আজব বিচার!”
অন্যদিকে, “জনতার চান ভাই” নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্টে বলা হয়েছে—“ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের জামায়াত সমর্থিত এমপি প্রার্থী ও বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম সাহেবের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের প্ররোচনায় সাবেক শিবির নেতা মিনহাজুল হক উসমানী (যিনি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়) সামাজিক যোগাযোগমাধ্যমে জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামের মানহানি করছেন, যার তীব্র নিন্দা জানাচ্ছি।”
পোস্টটিতে আরও দাবি করা হয়, মিনহাজুল হক উসমানীর পিতা সাইফুল ইসলাম বিভিন্ন দুর্নীতিমূলক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
গত বছর ব্যবসায়িক লেনদেনে জটিলতা সৃষ্টি হলে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করেন। পরে মিনহাজ ও তার পিতা সামাজিক মাধ্যমে বার্তা পাঠিয়ে তার কাছে ক্ষমা চান।
মন্তব্য করুন