

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এক এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে জেলা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালেককে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন জানান, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগে গোলাম কিবরিয়া রিপনকে বহিষ্কার করা হয়েছে।”
বহিষ্কৃত নেতা বর্তমানে লালমনিরহাট জেলা কারাগারে রয়েছেন। গত ২৯ অক্টোবর আদালতে জামিন শুনানির সময় তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গোলাম কিবরিয়া রিপন স্থানীয় ভেলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক এবং মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, বাদী দিনাজপুরের কাহারোল উপজেলার ভাতগাঁও এলাকার বাসিন্দা এবং ব্র্যাকের ভেলাবাড়ী শাখায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থলে থাকা অবস্থায় এক স্থানীয় যুবকের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের টানাপোড়েন দেখা দিলে তিনি বিষয়টি সমাধানের জন্য রিপনের কাছে যান।
অভিযোগ অনুযায়ী, রিপন বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে ওই নারীকে স্থানীয় চান মিয়ার বাড়িতে থাকার পরামর্শ দেন। পরে গত ৩ আগস্ট রাতে রিপন ও চান মিয়া ওই নারীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আদিতমারী থানা পুলিশ রিপন ও চান মিয়ার বিরুদ্ধে মামলা রেকর্ড করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, “প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দ্রুত আদালতে জমা দেওয়া হবে।”
মন্তব্য করুন