রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষায় বরাদ্দ বেশি হলেও মানোন্নয়ন হচ্ছে না: উপদেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১২:২০ পিএম
বক্তব্য রাখছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার
expand
বক্তব্য রাখছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও এর মানোন্নয়ন আশানুরূপ হচ্ছে না। বরং অনেক ক্ষেত্রে অবনতির দিকে ধাবিত হচ্ছে। স্কুলগুলোতে শিক্ষক ও জনবল সংকটসহ নানা কারণে এই সমস্যা তৈরি হচ্ছে।

রবিবার সকালে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের সঙ্গে জেলার শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, “আমরা শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসেবে কেবল মুখে বলি, কিন্তু তা মানি না এবং এর বাস্তব প্রয়োগও নেই। যারা শিক্ষার উন্নয়নে স্থায়ীভাবে কাজ করছেন, তাদের দায়িত্বে স্থায়ীভাবে কাজ করতে হবে; অস্থায়ীভাবে কয়েকদিন কাজ করে চলে আসলে কোনো ফল পাওয়া সম্ভব নয়।”

সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক একে এম মো. শামসুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ।

এরপর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে মেধা বৃত্তি পুরস্কার অনুষ্ঠানে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন