রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ছাড়া সাফল্য পায়নি জামায়াত: বিএনপি নেতা মোশাররফ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১২:১১ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিএনপির এক জনসভায় দলটির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “জামায়াতে ইসলামী বিএনপি ছাড়া কখনও বড় সাফল্য পায়নি। ১৯৯১ সালে বিএনপির সঙ্গে নির্বাচনে অংশ নিয়ে তারা ১৮টি আসন পেয়েছিল। কিন্তু এককভাবে নির্বাচন করে সর্বোচ্চ ৪টি আসনের বেশি পায়নি।”

শনিবার (১ নভেম্বর) বিকেলে রাঙ্গাবালী উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিধির বক্তব্যে এসব মন্তব্য করেন।

জনসভায় উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ ছিল উপচেপড়া ভিড়ে পরিণত।

মোশাররফ হোসেন বলেন, “বিগত ১৫ বছর একটি দল ক্ষমতায় থেকে জনগণের অধিকার কেড়ে নিয়েছে, সম্পদ লুট করেছে, মানুষকে নির্যাতন করেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও আমাদের নেতাকর্মীরা জনগণের পাশে থেকেছে— হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করেছে, বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল, জনগণের শক্তিতে বিশ্বাস করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন— আপনি তখনই নেতা, যখন জনগণ আপনার সঙ্গে থাকবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করবে।”

রাঙ্গাবালীর উন্নয়ন প্রসঙ্গে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, “বাংলাদেশে একমাত্র উপজেলা যেখানে এখনো একটি হাসপাতাল নেই, সেটি রাঙ্গাবালী। অথচ এখানকার আওয়ামী লীগের দুইজন মন্ত্রী ছিলেন। তারা জনগণের উন্নয়নের চেয়ে নিজেদের ভাগ্য উন্নয়নে ব্যস্ত ছিলেন।”

তিনি বলেন, “২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকলেও আমি তখন এমপি ছিলাম না, তবুও রাঙ্গাবালীর জন্য কাজ করেছি— এসএসসি ও দাখিল পরীক্ষার কেন্দ্র দিয়েছি। তাই উন্নয়ন চাইলে নিজেদের লোক সংসদে পাঠাতে হবে।”

আগামী নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। জনগণ যদি ভোট দিতে পারে, বিএনপি বিপুল ব্যবধানে জয়ী হবে।”

নারী ও যুবসমাজের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মোশাররফ হোসেন বলেন, “বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারের প্রবীণ নারীর নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, যাতে তারা মাসিক সরকারি অনুদান পাবেন। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের এক বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে।”

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন— আমরা সবাই বাংলাদেশি। ধর্ম, বর্ণ, ভাষা বা সম্প্রদায় নির্বিশেষে সবার মর্যাদা এক।”

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান ফরাজি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় নেতারা।

জনসভাকে ঘিরে সকাল থেকেই রাঙ্গাবালী উপজেলা পরিষদ মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মিছিল, স্লোগান, তোরণ আর ব্যানার-ফেস্টুনে মুখর ছিল পুরো উপজেলা এলাকা। এর আগে প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ডে প্রস্তুতি সভা করেছে দলটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন