রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাদারগঞ্জে নিখোঁজ ৫ শিশুর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১১:৫৬ এএম
ঝিনাই নদীর তীরে হাজার হাজার মানুষের ভিড়
expand
ঝিনাই নদীর তীরে হাজার হাজার মানুষের ভিড়

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পাঁচ শিশুর মধ্যে সর্বশেষ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকা থেকে বৈশাখী আক্তার (৮)-এর মরদেহ পাওয়া গেছে। নিহত বৈশাখী আক্তার ওই এলাকার আবুল হোসেনের মেয়ে। বিষয়টি মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ নিশ্চিত করেছেন।

নিহত পাঁচ শিশুর মধ্যে চারজনের মরদেহ আগেই উদ্ধার করা হয়েছিল। শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশুরা। পরে ফায়ার সার্ভিসের টিম সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২) ও ছেলে আবু হোসেন (৮), এবং সরিষাবাড়ি উপজেলার বাউসি এলাকার নুর ইসলামের মেয়ে সাইবা আক্তার (৯)-এর মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে পলি আক্তার ও আবু হোসেন ভাইবোন।

পরদিন শনিবার দুপুরে কুলসুম আক্তার (৮), আজাদ মিয়ার মেয়ে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে। কিন্তু বৈশাখী আক্তারের সন্ধান পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান স্থগিত করা হয়।

রোববার সকালে নিখোঁজ বৈশাখী আক্তারের মরদেহ নদীর দক্ষিণ দিকে ভেসে উঠে। স্থানীয়রা তা উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়।

সিধুলী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ওয়াহেদ আলী নান্টু জানান, শুক্রবার ও শনিবার মোট চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন একজন। রোববার সেই শিশুর মরদেহও উদ্ধার করা হয়েছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “ঝিনাই নদীতে পাঁচ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সর্বশেষ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন