রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় ছেলের হাতে বাবার খুন

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০:৫৭ এএম
মদন থানা-ফাইল ছবি
expand
মদন থানা-ফাইল ছবি

নেত্রকোণার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছিলেন। তিনি প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন।

শনিবার রাতে খাবার শেষ করে মোস্তফা মিয়া নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ সাজ্জাদ ঘরে ঢুকে বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ বলেন, “ছেলের আঘাতে মোস্তফা মিয়া মারা গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ছেলেটি মানসিক ভারসাম্যহীন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন