

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
শনিবার (১ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনের দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় তিনি এ মন্তব্য করেন।
মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘১৯৭১ সালে জামায়াতের ভূমিকা জাতির কাছে অজানা নয়। আজ তারা দেশের মানুষের প্রতি মায়াকান্না দেখায়, কিন্তু যারা স্বাধীনতাকে মেনে নেয়নি, তাদের এই আবেগ আসলে বিভ্রান্তি সৃষ্টির উপায় মাত্র। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য বা কৃষি নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। বরং তারা মানুষকে বেহেশত বিক্রির গল্প শোনায়, যা এখন আর চলে না।’
তিনি আরও বলেন, ‘বিএনপি দীর্ঘ ১৭ বছর প্রকাশ্যে আন্দোলন করেছে, কখনও গোপন রাজনীতি করেনি। আমরা জিয়ার আদর্শে বিশ্বাস করি, জাতীয়তাবাদে আস্থা রাখি। কারও কাছে নিজেদের নীতি বিক্রি করিনি, ঈমান বিক্রি করিনি, কেবলা পরিবর্তন করিনি। কিন্তু যারা আজ আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাসী নয়।’
পথসভায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া, প্রভাষক আবুল হাশেমসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন