

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের বকশীগঞ্জে সৌদি আরব প্রেরিত কোরবানির দুম্বার মাংস এতিমখানা, হিজরা ও বেদে সম্প্রদায়ের মধ্যে বিতরণ করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষের মাঝে এ মাংস বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন। সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন। এ সময় উপস্থিত ছিলেন উপকারভোগী হিজরা, বেদে সম্প্রদায়ের সদস্যরা, এতিমখানার শিক্ষক এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি আরব সরকারের পক্ষ থেকে প্রেরিত মোট ৩৩ কার্টুন দুম্বার মাংসের মধ্যে ৩২টি কার্টুন উপজেলার ৩২টি এতিমখানায় এবং একটি কার্টুন হিজরা ও বেদে সম্প্রদায়ের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন,
“সৌদি আরব সরকারের পক্ষ থেকে এটি একটি বার্ষিক উদ্যোগ, যার মাধ্যমে বিশ্বজুড়ে দরিদ্র, অসহায় ও দুঃস্থ জনগোষ্ঠীর মাঝে কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয়। বকশীগঞ্জেও সেই ধারাবাহিকতায় মাংস বিতরণ করা হয়েছে।”
মাংস পেয়ে হিজরা, বেদে ও এতিমখানার শিক্ষকরা উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও জামালপুরের মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় এসব মাংস বিতরণ করা হয়।
মন্তব্য করুন