

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণতন্ত্রের পুনর্জাগরণ ও জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচী ঘরে ঘরে পৌঁছে দিতে শিবচরে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার পাঁচ্চর গোলচত্বরে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু’র উদ্যোগে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুরের পর থেকে শিবচর উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে ব্যানার- ফেস্টুন নিয়ে মিছিল সহকারে জনসভাস্থলে আসতে থাকেন। খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এসময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু বলেন, "আজকের এই জনসমাবেশই প্রমাণ করে শিবচরের মানুষ এখনো গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে অটল ও ঐক্যবদ্ধ। আপনাদের এই বিপুল উপস্থিতি শুধু সমর্থন নয়, এটি পরিবর্তনের অঙ্গীকার। যারা অতীতে রাজনীতির মাঠে ছিলেন, আজ তাদের পাশে পেয়ে আমি গর্বিত ও অনুপ্রাণিত। এই মাটির মানুষের অধিকার রক্ষার লড়াই থেকে আমি কখনো পিছু হটিনি, হটবও না। আপনারাই আমার শক্তি, আপনারাই আমার সাহস। আমি কথা দিচ্ছি আপনাদের পাশে ছিলাম, আছি এবং শেষ পর্যন্ত থাকব।"
তিনি আরও বলেন, "রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের যে স্বপ্ন তারেক রহমান দেখিয়েছেন,সেই ৩১ দফার বাস্তবায়নই বাংলাদেশকে পরিবর্তনের পথে এগিয়ে নেবে। ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বিক অগ্রগতির একটি দিকনির্দেশনা। এ কর্মসূচিতে মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের ভাগ্য পরিবর্তনের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।"
ডাঃ মোজাম্মেল হোসেন চৌধুরী নওয়াবের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য শামিম আহসান চৌধুরী, শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক চৌধুরী তুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী।
মন্তব্য করুন