

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন নূরানি ও হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানার ছাত্রদের মাঝে দুম্বার গোশত বিতরণ করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব দুম্বার গোশত বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক বলেন, “আমরা যা দুম্বার গোশত পেয়েছি, তা মাদারগঞ্জের বিভিন্ন এতিমখানা, হাফেজিয়া ও নূরানী মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করেছি।”
এ কর্মসূচিটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত আন্তর্জাতিক মানবিক সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন (Human Relief Foundation) এর সহায়তায় বাস্তবায়ন করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়াই তাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
গোশত পেয়ে এতিমখানার ছাত্ররা আনন্দ প্রকাশ করে বলেন, “আমরা মাসের মধ্যে খুব একটা মাংস খেতে পারি না। সরকার আমাদের জন্য যে মাংস দিয়েছে, তাতে আমরা খুব খুশি।”
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক ও সমাজসেবকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন