রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শিবচরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা রোকনউদ্দিন মিয়ার মতবিনিময়

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১০:০২ পিএম আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১১:২৫ পিএম
expand
শিবচরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা রোকনউদ্দিন মিয়ার মতবিনিময়

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই সরব আলোচনা শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও এই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মো. রোকন উদ্দিন মিয়া মাদারীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।

শনিবার (১ নভেম্বর) স্হানীয় একটি চাইনিজ রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সময় তিনি বলেন, "দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে একটি সুষ্ঠ ও অংশগ্রহণ মূলক নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু কিছু রাজনৈতিক দল তা ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত। আমি চাই গণতান্ত্রিক ধারায় দেশ আবার ফিরে আসুক এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক।"

তিনি আরও বলেন, "তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা যারা ত্যাগী নেতা- কর্মী, তাঁরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অতীতের স্বৈরাচার ও ফ্যাসিষ্ট সরকারের মতো আর যাতে কেউ ফিরে আসতে না পারে এই বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তবে শিবচরের উন্নয়ন হবে আমার মূল লক্ষ্য।"

এই মতবিনিময় সভায় মাদারীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিক ছাড়া ও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন