

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, আমতলী উপজেলা শাখার উদ্যোগে নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল ৩টায় ছুরিকাটা এলাকার সৈকত ফিলিং স্টেশনের পূর্ব পাশে তালুকদার কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-০১ আসনের হাতপাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলার প্রধান উপদেষ্টা, কেওড়াবুনিয়ার পীর সাহেব আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল-আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মুফতি ওমর ফারুক জিহাদী, উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা ও সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা, মাওলানা মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা, মাওলানা মুহা. রেজাউল করীম আকন, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা, মাওলানা গাজী মো. আল-আমীন, সাধারণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা, এবং হাফেজ মাওলানা মো. খালিদ সাইফুল্লাহ, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা।
অতিথিবৃন্দ নবাগত সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, ইসলামী আদর্শভিত্তিক নৈতিক ও সুশিক্ষিত সমাজ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদর্শবান ও সৎ নেতৃত্বের মাধ্যমেই যুবকরাই পারে দেশ ও জাতিকে কল্যাণের পথে এগিয়ে নিতে।
সম্মেলনে আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, নবাগত সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন