

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাবনায় দরিদ্র ও এতিমদের জন্য বরাদ্দ করা দুম্বার মাংস লুটপাটের অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে। শনিবার (১ নভেম্বর) দুপুরে পাবনা সার্কিট হাউজে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, এতিমখানা ও মাদ্রাসাগুলোতে বিতরণের উদ্দেশ্যে বরাদ্দকৃত মাংস নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করছিলেন জেলা প্রশাসনের কিছু কর্মচারী।
এসময় সাংবাদিকরা উপস্থিত হলে তারা হাতেনাতে ধরা পড়েন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মাংস ফেলে দিকবিদিক ছুটোছুটি শুরু করেন অভিযুক্তরা।
সূত্র জানায়, বিদেশ থেকে আসা এক ট্রাক ভর্তি মাংসের কার্টুন শুক্রবার রাতে পাবনায় পৌঁছায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) মাধ্যমে তালিকা তৈরি করে এতিমখানা ও মাদ্রাসায় এসব মাংস বিতরণের কথা থাকলেও, এর একটি বড় অংশ জেলা প্রশাসনের কর্মকর্তারা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, মোট ১৬টি কার্টুনে প্রায় ৩২০ কেজি মাংস ছিল। এর অধিকাংশই শনিবার দুপুরে সার্কিট হাউজে ভাগ করে নেওয়ার সময় ধরা পড়েন বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্তরা ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি। জেলা প্রশাসক মফিজুল ইসলামের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় আছেন বলে জানান।
এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন