শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় একই গ্রামের ৫ জন রহস্যজনক নিখোঁজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৪:০২ পিএম
জীবননগরে পাঁচজন নিখোঁজের ঘটনায় মানববন্ধন। ছবি: এনপিবি
expand
জীবননগরে পাঁচজন নিখোঁজের ঘটনায় মানববন্ধন। ছবি: এনপিবি

চুয়াডাঙ্গার জীবননগরে একই গ্রামের পিতা-পুত্রসহ পাঁচজন ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারের দাবিতে পরিবারের সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার (০১ নভেম্বর) বেলা ১১টার দিকে জীবননগর মুক্তমঞ্চে আয়োজিত মানববন্ধনে পরিবারের সদস্য ও স্থানীয়রা অংশ নেন।

এর আগে গত ১৩ ও ১৪ অক্টোবর জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রাম থেকে পাঁচজন নিখোঁজ হন।

তারা হলেন- স্বপন (৪০), আবুল হোসেন (৩০), আনার (৫২), তাঁর ছেলে শফি (২৭) এবং হাসান (২৭)।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ২১ অক্টোবর জীবননগর থানায় ছয়জনের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করা হয়।

আসামিরা হলেন- একই এলাকার আব্দুল হাকিম ফকিরের তিন ছেলে আব্দুল মজিদ, আব্দুস সামাদ ও বিপ্লব হোসেন, মনসুর আলীর ছেলে লালন মণ্ডল এবং বাবলুর ছেলে শাহিন।

তাঁরা অভিযোগ করেন, মামলা করার পরও ১০ দিন পেরিয়ে গেছে, কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি বা নিখোঁজদের উদ্ধার করতে পারেনি। পরিবারের সদস্যদের হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নিলে তাঁরা কঠোর আন্দোলনে নামবেন।

পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, 'আমরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি দ্রুতই ঘটনাটির রহস্য উদঘাটন করা সম্ভব হবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী গোয়ালপাড়া গ্রামে একটি স্বর্ণের চালান নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে স্বর্ণ চোরাচালানচক্রের মধ্যে বিরোধ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় নিখোঁজের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন