

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরে গৃহবধূকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার মূল হোতাসহ দুইজনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের সালথা থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. শরীফুল ইসলাম ডন শরীফ (৩৮) ও তার সহযোগী মো. রায়হান মোল্লা (২৫)। তারা দুজনেই ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা।
আজ শনিবার দুপুরে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান (পিপিএম) জানান, শহরের উত্তর শোভারামপুর এলাকায় কয়েক দিন আগে সংঘটিত অস্ত্রের মুখে ছিনতাইয়ের ওই ঘটনার মূল রহস্য উন্মোচন করেছে র্যাব।
অভিযান চালিয়ে সালথা থেকে দেড় কেজি গাঁজাসহ মূল আসামি শরীফুল ইসলাম ডন শরীফ ও তার সহযোগী রায়হান মোল্লাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশ এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের স্বর্ণালংকার, চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে আসছিল। তারা সাধারণত ভোরবেলা বা গভীর রাতে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যেত, যাতে শনাক্ত হওয়া না যায়। পাশাপাশি তারা স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিল।
র্যাব আরও জানায়, মূল আসামি শরীফুল ইসলাম ডন শরীফের বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরি ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন