শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্বের কথাটি সত্য নয়: হাসনাত 

বরগুনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (বরিশাল অঞ্চল) হাসনাত আবদুল্লাহ। ছবি: এনপিবি
expand
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (বরিশাল অঞ্চল) হাসনাত আবদুল্লাহ। ছবি: এনপিবি

বরগুনা জেলার দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বেলা ১১টা থেকে বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (বরিশাল অঞ্চল) হাসনাত আবদুল্লাহ। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় ‘জুলাই সনদকে কেন্দ্রকরে রাজনৈতিক দলগুলোর মধ্যে দুরত্ব তৈরী এবং ইসলামিক দলগুলোর ছাড়া অন্য দলগুলোর মধ্যে সমন্বয় নেই; এই দুরত্ব পতিত সরকারকে সুযোগ তৈরি করে দিবে কি না এমন প্রশ্নের জবাবে হাসনাত বলেন- জামায়াত ইসলামি দল নাকি? আমি জানি না। ইসলামিক দল-অ ইসলামিক দল ক্যাটাগরি করা হয় তার পক্ষে আমি না।

হাসনাত বলেন- বিএনপি ও জামায়াতের সঙ্গে আমাদের (এনসিপি) দূরত্ব হওয়ার কথাটি সত্য নয়। প্রত্যেকে প্রত্যেকের সংস্কারের জায়গায় অবস্থান নিয়েছে। কিছু দল সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে কিছু দল বিপক্ষে অবস্থান নিয়েছে। এ জায়গা থেকে এখন মনে হচ্ছে বাংলাদেশে এখন দুইটা পক্ষে হয়েছে। সংস্কারের পক্ষে যারা আছে তাদেরকে মনে হয়েছে সংস্কারের কাছাকাছি তারা আছে এবং বিপক্ষে যারা আছে তাদেরকে মনে হয়েছে সংস্কারের পক্ষ থেকে দূরে সড়ে গিয়েছে।

দেশব্যাপী প্রতি জেলায় আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় সভা করছে এনসিপি। এরই অংশ হিসেবে বরগুনায় আজ এনসিপির দলীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মূখ্য সমন্বয় (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহ, বরিশাল বিভাগীয় যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন