

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রাম থেকে বিস্ফোরক মামলাসহ মোট ছয় মামলার আসামি ও দুর্ধর্ষ চোর মো. ইমদাদ কাজী (৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে সালথা থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে শনিবার (১ নভেম্বর) দুপুরে ইমদাদকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।
আটককৃত ইমদাদ কাজী সোনাতন্দী গ্রামের মৃত সিদ্দিক কাজীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে বিস্ফোরক আইন, চুরি ও সাধারণ অপরাধে দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সোনাতন্দী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইমদাদ কাজীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ইমদাদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমদাদ কাজী এলাকায় চোরাই পণ্যের ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে বহুবার অভিযোগ উঠেছে। পুলিশ তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলোরও তদন্ত অব্যাহত রেখেছে।
মন্তব্য করুন