

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা কাল্বের ব্যবস্থাপক মুন্না বেপারীর সঞ্চালনায় এবং উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা আকরামুনেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুব আলী মিয়া, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, বিলগোবিন্দপুর পানি ব্যবস্থাপনা লিমিটেডের সহ-সভাপতি শাজাহান সরদার, তালমা ইউনিয়ন কাল্বের সভাপতি সিরাজ খলিফা এবং নগরকান্দা নারী শ্রমজীবী সমিতির কোষাধ্যক্ষ রহিমা আক্তারী।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গ্রামীণ জনগণের স্বাবলম্বিতা অর্জনে সমবায়ের ভূমিকা অপরিসীম। তারা সমবায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে সুশাসন, ঐক্য ও উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দঘন পরিবেশে জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
মন্তব্য করুন