

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যার দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ নভেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন সালমান শাহ ভক্তকূল।
মানববন্ধনে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের প্রিয় নায়ক সালমান শাহকে হত্যার ২৯ বছর পার হলেও এখনো রহস্য উদ্ঘাটন হয়নি। তাঁরা বলেন, সালমান শাহ শুধুই একজন শিল্পী নন, তিনি ছিলেন সংস্কৃতির প্রতীক। তাঁর হত্যার ন্যায়বিচার না হলে এটি সাংস্কৃতিক অঙ্গনের জন্য অশুভ সংকেত।
মানববন্ধনে সংগঠনের সভাপতি নাফিসা সুরভি সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিরণ উর রশিদ শান্ত। বিশেষ অতিথি ছিলেন শাহাবুদ্দিন আহমেদ।
এ সময় সালমান শাহ ভক্তকূলের সদস্যরা নানা ফেস্টুন ও ব্যানার হাতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তাঁর মা নীলা চৌধুরী দীর্ঘদিনের আইনি লড়াইয়ের মাধ্যমে ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করেন। মামলায় সালমান শাহ’র স্ত্রী সামিরাসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
মন্তব্য করুন