শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর গণসংযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০২:২৭ পিএম
ধানের শীষের পক্ষে সুলতান সালাউদ্দিন টুকুর গণসংযোগ। ছবি: এনপিবি
expand
ধানের শীষের পক্ষে সুলতান সালাউদ্দিন টুকুর গণসংযোগ। ছবি: এনপিবি

বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু শনিবার ভোরে কাজীপুর দক্ষিণ পাড়া মসজিদে ফজরের নামাজ আদায় শেষে অলোয়া বরটিয়া ও মাদারখোলা বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে এলাকার জনগণকে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান।

সকালের এই গণসংযোগকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে মতবিনিময় করেন এবং পরিবর্তনের আকাঙ্ক্ষায় ধানের শীষের পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন