

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
উদযাপন অনুষ্ঠানের সূচনা হয় উপজেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী।
সভাপতিত্ব করেন জিয়ানগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ ফায়জুল কবির তালুকদার। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ ওলিউর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুল আহসান, মোঃ মিজানুর রহমান তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে এম মামুনুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন সিকদার, মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সমবায় সম্পর্কিত বিভিন্ন আলোচনা, সচেতনতামূলক বক্তব্য এবং স্থানীয় মানুষের মধ্যে সমবায় সম্পর্কে গুরুত্ব বোঝানোর প্রচেষ্টা করা হয়।
মন্তব্য করুন