

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রায় দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে তৃতীয় কক্সবাজার ম্যারাথন ২০২৫।
শনিবার ভোরে কক্সবাজার রানার্স কমিউনিটির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় লাবণী বীচ পয়েন্ট থেকে ম্যারাথনের উদ্বোধন হয়।
“Every Step for Wellness and the Ocean” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ ম্যারাথনে চারটি বিভাগে দৌড় অনুষ্ঠিত হয় ফুল ম্যারাথন (৪২.২ কিমি), হাফ ম্যারাথন (২১.১ কিমি), মিড রান (১০ কিমি) ও কিডস রান (২.৫ কিমি)।
বিজয়ীদের মধ্যে ফুল ম্যারাথনে প্রথম হন রহিম উদ্দিন, হাফ ম্যারাথনের পুরুষ বিভাগে মামুন এবং নারী বিভাগে আফরোজা আক্তার রিক্তা। মিড রান বিভাগে প্রথম হন জাকির হোসেন ও বিপাশা, আর কিডস রানে ছেলে শিশুদের মধ্যে সাফিন ওমায়ির এবং মেয়েদের মধ্যে ওয়াসিনা বিনতে আমিদ স্থান অর্জন করেন।
রেস ডিরেক্টর এস এম সাদেক বলেন, ম্যারাথনের লক্ষ্য ছিল ফিটনেস, ওয়েলনেস এবং কক্সবাজারের তরুণদের ইতিবাচক মানসিকতা গঠন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, কক্সবাজার ম্যারাথন অধ্যবসায় ও উদ্যমের প্রতীক। সভাপতির বক্তব্যে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামশুদ্দৌজা নয়ন বলেন, এটি তরুণদের গর্বের উদ্যোগ, যা পর্যটন শিল্পকে সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজিব, নারী ফুটবলার শাহেদা আক্তার রিপা, ছুটি গ্রুপের চেয়ারম্যান মোস্তফা মোহাম্মদ আলফী এবং আকিজ বাইসাইকেলের এজিএম আজম বিন তারেক, আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ নাবিদ আকবর, এভারেস্ট বিজয়ী এবং এম্বাসাডর ডা. বাবর আলী সহ অনেকে।
আয়োজনে আকিজ বাইসাইকেল ছিল টাইটেল স্পন্সর, আর ছুটি বীচ রিসোর্ট সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশ নেয়।
মন্তব্য করুন