শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০১:১৭ পিএম
expand
রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগর ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান সফিক রিটন। ১৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ রূপ পাবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, জয়নাল আবেদিন শিবলী, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হুদা মন্টু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, ১ নম্বর সদস্য অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা এবং ২ নম্বর সদস্য মো. মাইনুল আহসান পান্না।

রাজশাহী মহানগর বিএনপির সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় গত ৯ আগস্ট। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছিল ২০০৯ সালে। পরবর্তীতে ২০১৭ সালে সেই কমিটির কয়েকজন নেতাকে কেন্দ্রীয় পর্যায়ে আনা হয় এবং নতুন নেতৃত্ব আনার উদ্যোগ নেওয়া হয়। পরে ২০২১ সালে কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

তবে আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের অভ্যন্তরে বিভক্তি দেখা দেয়। গত মে থেকে জুলাই পর্যন্ত বিএনপির একাংশ আহ্বায়ক কমিটি ও ওয়ার্ড কমিটি বাতিলের দাবিতে আন্দোলন চালায়।

দলীয় নেতারা আশা করছেন, নতুন এই আংশিক কমিটি রাজশাহী মহানগরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন