শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ছাত্রলীগের মশাল মিছিল, আটক ৫

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নারায়ণগঞ্জে ছাত্রলীগের মশাল মিছিল প্রতিহত করলো জেলা যুবদল। ছবি: এনপিবি
expand
নারায়ণগঞ্জে ছাত্রলীগের মশাল মিছিল প্রতিহত করলো জেলা যুবদল। ছবি: এনপিবি

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি ও একটি পিকআপভ্যান জব্দ করে।

জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রায় ৩০-৪০ জন নেতাকর্মী মশাল হাতে নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। বিষয়টি জানাজানি হলে দ্রুত জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি প্রতিহত করেন। পরে যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটকে রাখেন।

আটককৃতরা হলেন- ফাহিম আহম্মেদ (২৩), নিরব হোসেন (১৮), ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১) ও আবির (১৫)।

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটক পাঁচজনকে তাদের হেফাজতে নেন।

এ বিষয়ে ফতুল্লা থানার সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, আটক ছাত্রলীগের ৫ জনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন