

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জ শহরে শুক্রবার রাত ৯টা থেকে ভোর পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এতে শহরের নিচু এলাকার বহু বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ এবং বিভিন্নস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
পানি উঠেছে বাসাবাড়িসহ বিভিন্ন সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরবাড়ি ও ছাত্রাবাসেও। অধিকাংশ রাস্তায় গোড়ালি, আবার কোথাও হাঁটুপানি জমেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী।
জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৯ টার পর থেকেই বৃষ্টি শুরু হয় এবং ভোর পর্যন্ত অব্যাহত থাকে। এতে পৌরসভার আরামবাগ, শান্তিরমোড়, বাতেনখাঁর মোড়, পুরাতন বাজার, নিউমার্কেট, উদয়ন মোড়সহ পৌর এলাকার অনেকস্থানে ঘরবাড়ি, প্রতিষ্ঠান, ছাত্রাবাস ও রাস্তায় পানি জমে যায়। জলাবদ্ধতায় অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
ঘরের সামনে পানি জমায় অনেকে গৃহবন্দি হয়ে পড়েছে। কারও কারও রান্নাঘর-টিউবওয়েলের কিছু অংশ ডুবে গেছে পানির নিচে। এছাড়া ছাত্রাবাসে পানি ঢুকে পড়েছে।
ভুক্তভোগী শহরবাসী জানান, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থার কারণে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। পৌর কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা না থাকায় বাসিন্দারা প্রতিনিয়ত জলাবদ্ধতার দুর্ভোগে পড়ছেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী তোফিকুল ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় কয়েকটি স্থানে ড্রেনের কাজ চলমান আছে। এজন্য হঠাৎ বৃষ্টিতে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহরে জমে থাকা পানি মেশিনের মাধ্যমে নিষ্কাশন করা হচ্ছে।
এছাড়া আশা করি ড্রেনের কাজ শেষ হলে জলাবদ্ধতা নিরসন হবে, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য বেশ কয়েকটি পাম্প চালু করা হয়েছে এবং কর্মীরা নালা পরিষ্কারে কাজ করছে। তিনি আরও বলেন, “অল্প সময়ের মধ্যে পানি নেমে যাবে বলে আশা করছি।”
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শহরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সমস্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করুন