শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১১:০২ এএম
expand
টেকনাফে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হ্নীলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৯ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনা ঘটেছে ৩১ অক্টোবর সন্ধ্যা ৭:৩০ মিনিটে, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে।

স্থানীয় হাইওয়ে পুলিশের ওসি নুরুল আবছার এবং প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী মা-বাবার দোয়া নামের মিনিবাস (চট্ট মেট্রো জ ১১-২০১৯) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।

ঘটনায় মোটরসাইকেল চালক জাকির আহমদ (৪০) নিহত হয়েছেন। তিনি হ্নীলা ওয়াব্রাং এলাকার নাগু সওদাগরের ছেলে। অপর মোটরসাইকেল আরোহী মো. সিফাত (১৪) গুরুতর আহত হয়েছেন।

মিনিবাসে থাকা ৩৫ যাত্রী এর মধ্যে ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন টেকনাফের শাহপরীর দ্বীপের মেহেদী হাসান (১৮), কাউসার বিবি (৩৫), জান্নাত আরা (২০), লেদা মোচনীর আবু বকর ছিদ্দিক (১৭), লেদার অছিউদ্দিন (২৮)। বাকি আহতদের নাম পাওয়া যায়নি।

আহতদের টেকনাফ সদর হাসপাতাল, লেদা আইওএম হাসপাতাল এবং আলিফ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন