শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

একটি রাজনৈতিক দল জান্নাতের টিকিট বিক্রি করছে: ব্যারিস্টার খোকন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১০:১৫ এএম
নোয়াখালীতে মতবিনিময় সভায় বক্তব্য দেন মাহবুব উদ্দিন খোকন
expand
নোয়াখালীতে মতবিনিময় সভায় বক্তব্য দেন মাহবুব উদ্দিন খোকন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেছেন, দেশে এখন এমন একটি রাজনৈতিক দল রয়েছে যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে রাজনীতির নামে ‘জান্নাতের টিকিট বিক্রি করছে।

তিনি বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল নির্বাচন কমিশনের বিধি মেনে নিবন্ধিত। জামায়াতে ইসলামীর ক্ষেত্রেও তা-ই। তাহলে তাদেরকে ভোট দিলে কেউ কীভাবে জান্নাতে যেতে পারে? এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা।

শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর স্কুল অ্যান্ড কলেজের হলরুমে ওলামা দলের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার খোকন বলেন, “ইসলামের পাঁচটি মূল স্তম্ভ হলো -কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। আল্লাহ তায়ালা মানুষের ইমান ও আমলের ওপর ভিত্তি করেই জান্নাত-জাহান্নামের সিদ্ধান্ত নেবেন। তাই ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি থেকে সবাইকে সাবধান থাকতে হবে।

তিনি আরও বলেন, ২৭ বছর বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রামে যুক্ত থেকেও কিছু নেতা এখন মোনাফিকসুলভ আচরণ করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ফ্যাসিবাদী সরকারের নেতাদের বিচারের কথা বলছেন, ঠিক তখনই জামায়াতের কিছু নেতা উল্টাপাল্টা মন্তব্য করছেন যা রাজনৈতিকভাবে দায়িত্বজ্ঞানহীন।

সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা শরাফত উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু।

সভায় আরও বক্তব্য দেন- চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু ও আনিছ আহমেদ হানিফ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন