

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাতে নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর আখালিয়া কালিবাড়ি এলাকায়। রাত প্রায় ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যান।
এ তথ্য নিশ্চিত করেছেন সিপিবির সিলেট জেলার সাবেক সভাপতি ও প্রবীণ বামপন্থী নেতা বেদানন্দ ভট্টাচার্য। তিনি বলেন, “রাত ১২টার কিছু পর পুলিশ এসে সুমনের বাসা থেকে তাকে নিয়ে যায়। আটক করার সময় কোনো ওয়ারেন্ট দেখানো হয়নি।”
এ বিষয়ে জালালাবাদ থানার ওসি মবশ্বির আলী বলেন, “ঘটনাটি নিয়ে বিস্তারিত জানতে হলে গণমাধ্যমের দায়িত্বে থাকা অতিরিক্ত উপপুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে হবে।” তবে রাতের ওই সময় অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র জানিয়েছে, আনোয়ার হোসেন সুমন সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। গত মঙ্গলবার শ্রমিকরা ব্যাটারি রিকশার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবি নিয়ে সিলেট নগরে বিক্ষোভ মিছিল করেন। ওই কর্মসূচিতে সুমনও উপস্থিত ছিলেন।
বিক্ষোভ শেষে শ্রমিক নেতারা সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে শ্রমিকরা রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন। তবে দাবি না মানলে রোববার অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু সেই ঘোষণার আগের রাতেই সিপিবি নেতা সুমনকে আটক করে পুলিশ।
এদিকে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে তৃতীয় পক্ষের উসকানি রয়েছে।” তিনি আরও জানান, সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় রোববারের কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।
গত সেপ্টেম্বরের শেষ দিকে সিলেট মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। এতে বিপুলসংখ্যক রিকশা জব্দ করা হয় এবং চার্জিং স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকেই সিলেট শহরে ব্যাটারি রিকশা চলাচল বন্ধ রয়েছে, যার প্রতিবাদে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন শ্রমিকরা।
মন্তব্য করুন
