শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে ৫৬ হাজার ইয়াবা উদ্ধার, ইজিবাইক জব্দ

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:৩২ এএম
উদ্ধারকৃত ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। ছবি: এনপিবি
expand
উদ্ধারকৃত ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। ছবি: এনপিবি

কক্সবাজারের টেকনাফে মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজি বাইক (ব্যাটারিচালিত যান) জব্দ করা হয়। এসময় কাউকে আটক করতে পারেনি

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় টেকনাফ পৌরসভার লামার বাজার নতুন ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় সন্দেহভাজন একটি ইজি বাইককে থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ পিছু ধাওয়া করলে চালক ও অজ্ঞাত পরিচয় ২-৩ জন সহযোগী ইজিবাইকটি ব্রিজের মুখে ফেলে পালিয়ে যায়।

পরে ইজি বাইকটি তল্লাশি করে ভেতরে লুকানো অবস্থায় ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ জানায়, পলাতক ইজি বাইক চালক ও তার সহযোগীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও ইজি বাইক থানায় জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জায়েদ নুর বলেন গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়। পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।তিনি বলেন,মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। টেকনাফ ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকাগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন