

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সমাজে মানবিক দিক ও কালচারাল দিক রয়েছে। ইসলামী জগত ও ধর্মীয় অনুভূতি রয়েছে। ইসলামী মূল্যবোধের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
তিনি বলেন, আস সুফফা ফাউন্ডেশন হিন্দু পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছে। আরেকটা ধর্মের প্রতি সম্মান দেখিয়েই তারা এ কাজ করেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে কেরাত ও আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যানারে এ আয়োজন করা হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, মনে হচ্ছে আমরা পিছিয়ে পড়েছি। কিন্তু না, এই সমাজকে পিছিয়ে পড়তে দেব না। মাদকের সঙ্গে সন্ত্রাস জড়িত, রাহাজানি, চুরি, ডাকাতি, টাউটারি, বাটপাড়ি সবকিছু জড়িত। মাদকে ছেয়ে গেছে দেশ। মাদকমুক্ত সমাজ আমাদের তৈরি করতে হবে। এটি আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। মাদকমুক্ত সমাজ গড়তে পারলে তার সঙ্গে সবকিছুই বিদায় হবে।
আস সুফফা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সামছুল আলম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মাদ ঈসমাইল, জেলা বিএনপির সদস্য সচিব হাসিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান ও লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহব্বত প্রমুখ।
মন্তব্য করুন
