শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে-শ্রীনগর রোডে পৃথক ৪ দুর্ঘটনা, নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১১:৩৫ পিএম
expand
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে-শ্রীনগর রোডে পৃথক ৪ দুর্ঘটনা, নিহত ১

বিভিন্ন স্থানে শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক চারটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় বেশ কয়েকজন আহতসহ একজন নিহত হয়েছেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিনটি দুর্ঘটনা এবং আঞ্চলিক শ্রীনগর-দোহার রোডে একটি দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে ধলেশ্বরী ব্রিজ-১ ও ব্রিজ-২ এর মাঝে, ধলেশ্বরী টোল প্লাজার প্রায় ২০০ মিটার দূরে। সেখানে ঢাকামুখী লেনে ৪-৫টি গাড়ির সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। দুর্ঘটনায় দুটি মাইক্রোবাস, একটি হাইচ, একটি প্রাইভেটকার ও একটি বাস জড়িত ছিল বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

অন্যদিকে, প্রায় একই সময়ে এক্সপ্রেসওয়ের ওমপাড়া এলাকায় একটি মোটরসাইকেল মাওয়ামুখী প্রাইভেটকারের পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক আহত হন।

এর কিছুক্ষণ পর আরও একটি দুর্ঘটনা ঘটে কুচিয়ামোড়া এলাকায়, যেখানে একাধিক যানবাহনের সংঘর্ষে অন্তত কয়েকজন যাত্রী আহত হন। এছাড়া, একই রাতে আঞ্চলিক শ্রীনগর-দোহার রোডের ওয়াসা রোড সংলগ্ন ধামলা এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ দেওয়ান আজাদ বলেন, “সন্ধ্যা থেকে এখন পর্যন্ত চারটি দুর্ঘটনায় আমরা উদ্ধার অভিযান পরিচালনা করেছি। আহতদের স্থানীয় হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে, আহত এবং নিহতদের নাম পরিচয় এখনো সঠিকভাবে জানা যায়নি। ”

এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন