শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লৌহজংয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পিএম
expand
লৌহজংয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১শে অক্টোব) বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন এক উৎসবের রূপ নেয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিভিন্ন স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে মুখরিত ছিল পুরো এলাকা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লৌহজং উপজেলা যুবদলের উদ্যোগে বিকাল ৪টায় লৌহজং কলেজ মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে হাজারো নেতাকর্মী র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মালির অংক বাজারে এসে শেষ হয়। র‍্যালিতে অংশ নেওয়া যুবদলের নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলার সাথে স্লোগান দিয়ে মিছিলটিকে আরও প্রাণবন্ত করে তোলেন।

লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অপু চাকলাদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান অপু চাকলাদার যুবদলের প্রতিষ্ঠা ও ইতিহাসের গুরুত্ব তুলে ধরেন এবং র‍্যালিতে অংশগ্রহণের জন্য সকল স্তরের নেতাকর্মীকে ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, লৌহজং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পাভেল মোল্লা, মহিলা নেত্রী আলেয়া ইসলাম, উপজেলা শ্রমিক দল সভাপতি আওলাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দোলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুরাদসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন