

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই সনদ বাস্তবায়নের নামে জাতির সঙ্গে মহা প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে এনসিপির ফরিদপুর আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সরোয়ার তুষার বলেন, যারা আমাদের শিশু ভেবে কোণঠাসা করে রাখতে চায়, জুলাই বিপ্লব তাদের হাত ধরেই সংঘটিত হয়েছে। আমরা দেশে আর নতুন কোনো আওয়ামী লীগ দেখতে চাই না।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, শাপলা প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশন অযথা বিলম্ব করছে। কোনো আইনি বাধা না থাকা সত্ত্বেও এখনো আমাদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরোয়ার তুষার বলেন, জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিয়ে সরকারের উচিত গণভোটের আয়োজন করা।
সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান তিনি। বলেন, ভোটের মাসে ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে পৌঁছাতে হবে।
সভায় ফরিদপুর অঞ্চলের প্রধান সমন্বয়ক নীলিমা দোলার সভাপতিত্বে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, সংগঠক রাসেল আহমেদ, এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলার ১১টি মুক্তিযোদ্ধা পরিবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেন।
মন্তব্য করুন