

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর মহানগরের শিমুলতলী চতর এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম মফিজুল ইসলাম (২৬), তিনি দিনাজপুরের বীরগঞ্জ থানার শাহাডুবি এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মফিজুল ইসলাম গাজীপুর সদর থানার শিমুলতলী এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও কাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় এটিআই গেটের পাশে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। ঘটনাস্থলেই মফিজুলের মৃত্যু হয়।
খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল ঘিরে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
সদর থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর জখমের চিহ্ন রয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্ব শত্রুতা বা ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। স্থানীয়রা জানিয়েছেন, নিহত মফিজুল শান্ত স্বভাবের পরিশ্রমী যুবক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন