শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান, অস্ত্র-ককটেলসহ গ্রেফতার ২

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৩০ পিএম
expand
মুন্সিগঞ্জে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান, অস্ত্র-ককটেলসহ গ্রেফতার ২

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটিতে সেনাবাহিনী ও জেলা পুলিশের যৌথ অভিযানে সাতটি তাজা ককটেল ও দুটি সুইচগিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— নাসির সর্দার (৪৫) ও আল-আমিন বেপারী (২২)। অভিযানের সময় বাড়ির মালিক পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্রেফতারকৃতরা এলাকায় আধিপত্য বিস্তার ও অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেল মজুদ করে রেখেছিল। অভিযানের কিছুক্ষণ আগে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন