শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গ্রামবাংলার ঐতিহ্যবাহী রশি টানাটানি খেলা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:২৫ পিএম
expand
গ্রামবাংলার ঐতিহ্যবাহী রশি টানাটানি খেলা

গ্রামবাংলার ঐতিহ্যবাহী একটি খেলা রশি বা দড়ি টানাটানি। অনেকের কাছে এটি কাছি টানাটানি খেলা নামেও পরিচিত। কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী রশি টানাটানি খেলা।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে মোহনা স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে কয়েক হাজার নানা বয়সী দর্শকরা ভিড় করেন। এতে খেলার মাঠে তৈরি হয় এক উৎসবের আমেজ।

রশি টানাটানি খেলায় কুষ্টিয়া ভিআইপি জিমন্যাস্টিক ক্লাব ও মোহনা স্বেচ্ছাসেবী সংস্থা অংশ গ্রহণ করেন। এতে কুষ্টিয়া ভিআইপি জিমন্যাস্টিক ক্লাব বিজয়ী হন।খেলাটি পরিচালনা করেন আবু হেলাল সোনা।

এতে প্রধান অতিথি ছিলেন হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুস্তাক হোসেন মাসুদ।

বিশেষ অতিথি ছিলেন দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জল,শহীদ হাসান ফয়েজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি খাদেমুল বাশার প্রমুখ।

আয়োজকরা বলছেন," বাংলাদেশে হাজারও গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা বিলুপ্ত হয়ে গেছে। আমরা খেলাগুলোকে ধরে রাখতে ও নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই।যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলামুখী করতেই আমাদের এই আয়োজন। এটির ধারাবাহিকতা চলবে বলেও জানান তারা।"

এ খেলায় মাঠের মাঝখানে দেওয়া থাকে দাগ। দুই দলে সমান সংখ্যক প্রতিযোগী পরস্পরের বিপরীতে দড়ি টেনে সেই দাগ অতিক্রমের চেষ্টা করেন। এ টানাটানিতে মাটিতে লুটিয়ে পড়ে প্রতিপক্ষ পরাজিত দল। কখনো আবার এক পক্ষ যখন দেখে হেরে যাচ্ছে, তখন দড়িটা ছেড়ে দেয়। অমনি উল্টো দিকের লোকজন কুপোকাত। দর্শকের কাছে এই খেলা জয়-পরাজয়ের চেয়ে কখনো আনন্দ ও হাসি-তামাশার। রশি টানাটানির সঙ্গে চলে নানা ধরনের স্লোগান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন