শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের ১৫ মাসে অনেক পরিবর্তন এনেছি: ধর্ম উপদেষ্টা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:২০ পিএম
expand
সরকারের ১৫ মাসে অনেক পরিবর্তন এনেছি: ধর্ম উপদেষ্টা

পঞ্চগড়ে ধর্ম উপদেষ্টা আল্লামা ড. এ. এফ. এম. খালিদ হোসেন বলেছেন, “ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে ১৫ মাসে আমার যথেষ্ট সাফল্য রয়েছে। আর যেগুলো আমি করতে পারিনি, সেগুলো আমার ব্যর্থতা। তবে সেটি আমার করার বিষয়ও ছিল না—কারণ ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়। তারপরও আপ্রাণ চেষ্টা করেছি। আমরা একটি স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি।”

তিনি শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের জালাসী এলাকায় পঞ্চগড় দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদরাসা মাঠে পঞ্চগড় জেলার সকল তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত আজিমুশান শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, “আমাদের সরকারের বয়স ১৫ মাস। আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি। হজ ব্যবস্থাপনায় সংস্কার এনেছি। মডেল মসজিদগুলো নির্মাণে যেসব দুর্নীতি বা অনিয়ম রয়েছে, সেগুলো তদন্তের জন্য আমরা একটি শক্তিশালী কমিটি গঠন করেছি। তারা খুব শিগগিরই আমাদের কাছে প্রতিবেদন দেবে। ইসলামিক ফাউন্ডেশনের কিছু অনিয়ম ছিল; আমরা একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি করেছিলাম। গতকাল তিনি আমাকে প্রতিবেদন দিয়েছেন, এবং তার সুপারিশ অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, “হজের টাকার মধ্যে ৩৯ কোটি টাকা আমরা ফেরত দিয়েছি, যেগুলো বিভিন্ন এজেন্সির মাধ্যমে সৌদি আরবে আটকে ছিল। আমার মন্ত্রণালয়ে, আমার জানা মতে, দুর্নীতির কোনো সুযোগ নেই। আমি নিজেও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নই। আমার অফিসাররাও যাতে দুর্নীতিমুক্ত থাকেন, সে বিষয়ে আমি সর্বদা সচেষ্ট আছি।”

অনুষ্ঠানে সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল আলম, জেলা জামায়াতে ইসলামী আমির ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আবদুল হাই, সহসভাপতি ক্বারী মুহাম্মদ আবদুল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ এবং খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেনকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে পঞ্চগড় তৌহিদী জনতার পক্ষ থেকে ১২ দফা দাবি সংবলিত স্মারকলিপি ওলামায়ে কেরামদের মাধ্যমে তার হাতে তুলে দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন