

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরা দূর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করতে অবশেষে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা যায়, মাঠের পানি অপসারণে তিনটি সেচ পাম্প একযোগে কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে পাশের ফসলি জমিতে স্থানীয় তাইজুদ্দিন আকন ড্রেজার মেশিন দিয়ে বালু ভরাটের কাজ করেন। তখন ড্রেজারের অতিরিক্ত পানি বিদ্যালয়ের মাঠে ফেলে দেওয়ায় মাঠটি স্থায়ীভাবে জলাবদ্ধ হয়ে পড়ে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা প্রশাসন দ্রুত তদন্তে নামে। তদন্তে সত্যতা পাওয়ার পর প্রশাসনের নির্দেশে মাঠের পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, “দীর্ঘদিন মাঠে পানি জমে থাকার কারণে শিক্ষার্থীরা খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারছিল না। এখন প্রশাসনের নির্দেশে তিনটি সেচ পাম্পের মাধ্যমে পানি সরানো হচ্ছে।” তিনি আরও জানান, “মাঠে জলাশয় তৈরি হওয়ায় স্থানীয় একটি চক্র সেখানে মাছ চাষ শুরু করেছিল। এ বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা ছিল না।”
স্থানীয় বাসিন্দারা মাঠের পানি নিষ্কাশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, বিদ্যালয়টি এলাকাবাসীর গর্বের প্রতীক। তাই ভবিষ্যতে যেন এ ধরনের জলাবদ্ধতা আর না ঘটে, সে জন্য কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান জানান, আমি বিদ্যালয়ের মাঠে গিয়ে প্রধান শিক্ষক কে পানি সরানোর ব্যবস্থা করতে বলি এবং তিনি তাৎক্ষনিক ৩টি সেচ পাম্প দিয়ে মাঠের পানি সরাচ্ছেন।
মন্তব্য করুন