

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আনন্দঘন পরিবেশে আলোচনা সভা, র্যালি এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো জেলার বিভিন্ন পেশার মানুষকে নিয়ে গঠিত সংগঠন মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের প্রথম বর্ষপূর্তি।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে শহরের খালইস্ট এলাকার একটি রেস্তোরাঁয় প্রায় ৭০ জন সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। পরে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন কৃতি শিক্ষার্থীর হাতে উৎসাহব্যঞ্জক বৃত্তি ও সম্মাননা উপহার তুলে দেন অতিথিরা। পাশাপাশি ক্লাবের সকল সদস্যদের মধ্যে স্মারক হিসেবে ক্যাপ, সনদপত্র ও আইডি কার্ড বিতরণ করা হয়।
দুপুর ১২টার দিকে খালইস্ট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার প্রধান গোলাম রসুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।
সভাপতির বক্তব্যে গোলাম রসুল বলেন, প্রজন্ম পরম্পরায় এই ক্লাবের নেতৃত্ব অব্যাহত থাকবে এবং মুন্সীগঞ্জের সার্বিক উন্নয়নে ক্লাবের সদস্যরা সবসময় পাশে থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার পারস্পরিক সহযোগিতা ও সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান ও ক্লাবের ডিরেক্টর মোহাম্মদ আলমগীর কবির, ডিরেক্টর ডা. অঞ্জন লাল ঘোষ, আবু তালহা মাসুম, মশিউর রহমান রাসেল, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আশফাক তুহিন, কর আইনজীবী মিটুল, মেজর (অব.) মিজানুর রহমান, ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতা, মেট্টোসেম সিমেন্টের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ, ডিরেক্টর মঈন উদ্দিন মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শাহজাহান মজিব এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের ট্রেজারার, আইনজীবী ও সাংবাদিক মো. আবুসাঈদ সোহান।
মন্তব্য করুন