

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২ শিশু।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ান গ্রামের আনার সরকার বাড়ির ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নদী থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন—প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হোসেন এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নরিন।
এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, শুক্রবার বিকেলে ছয় শিশু একসঙ্গে ঝিনাই নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে ইয়াসিন নামের এক শিশু নদী থেকে উঠে এলেও বাকিরা ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
ওসি আরও জানান, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের উদ্ধারে চেষ্টা চলছে।
মন্তব্য করুন