শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম
expand
টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ সংলগ্ন মেইন রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল দুপুর ১টার দিকে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করা হলে তাতে লুকানো অবস্থায় প্রায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ইজিবাইক ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত ইয়াবা ও ইজিবাইক জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন