শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির নেতার উদ্যোগে মুন্সীগঞ্জে বিভিন্ন স্থানে সোলার লাইট স্থাপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:২৯ পিএম
expand
বিএনপির নেতার উদ্যোগে মুন্সীগঞ্জে বিভিন্ন স্থানে সোলার লাইট স্থাপন

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে সোলার প্যানেল লাইট স্থাপন করেছেন।

সম্প্রতি তিনি গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের মিরেরগাঁও কবরস্থান, উত্তর শাহপুর মাদ্রাসা এবং বৈদ্যরগাঁও হাফিজিয়া মাদ্রাসায় তিনটি সোলার প্যানেল লাইট স্থাপন করেন।

কামরুজ্জামান রতন বলেন, “কবরস্থানে লাইট স্থাপন করলে মানুষ সেখানে যেতে ভয় পায় না। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আজ আমরা কবরস্থানসহ বিভিন্ন স্থানে সোলার লাইট স্থাপন করতে পেরেছি। আশা করি, সবাই পাপ থেকে দূরে থেকে সওয়াবের মাধ্যমে নিজের ও প্রিয়জনের কবর জীবন আলোকিত করবে।”

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য একেএম গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সদস্য মাসুদ ফারুক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিনসহ গজারিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে দেশবাসীর মঙ্গল কামনা ও কবরবাসীর মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন